মধ্যম সংখ্যা (Middle Number)

CPU: 0.3s
Memory: 1024MB


তিনটি পূর্ণসংখ্যা দেওয়া আছে, তোমাকে তাদের মধ্যে এমন সংখ্যাটি বের করতে হবে যেটি তাদের মধ্মা। অন্য ভাষায় আমরা যদি সংখ্যা তিনটিকে ছোটো থেকে বড় আকারে সাজাই, তাহলে যে সংখ্যাটি মাঝে থাকবে সেটি বের করতে হবে।

Given three integers A, B and C, you have to output the median. In other words, if we sort the numbers in ascending order, the middle number is our required output.


ইনপুটের বর্ণনা

ইনপুট এ থাকবে তিনটি করে পূর্ণসংখ্যা। A, B এবং C-এর পরমমান ২০০ থেকে বেশি হবে না। ( |A|, |B|, |C| <= 200 )।


Input Specification

You will be given three integers. The absolute value of A and B and C will not exceed 200.


আউটপুটের বর্ণনা

মধ্যম সংখ্যার মান প্রিন্ট দিতে হবে।


Output Specification

Print the median.


Sample

InputOutput
4 1 3 10 3 2 4 1 -3 -2 2 2 1Case 1: 3 Case 2: 3 Case 3: -2 Case 4: 2