CPU: 0.5s
Memory: 1024MB
মীরা আজকে অনেক অনেক খুশি! কেন বল তো? কারণ, তার প্রিয় বাংলাদেশ ক্রিকেট দল গত ১৭ এপ্রিল পাকিস্তানকে ৭৯ রানে পরাজিত করেছে। মীরা তার এই অসাধারণ আনন্দের কথা সারা পৃথিবীকে চিৎকার করে জানিয়ে দিতে চায়। কিন্ত গতবার ইংল্যাণ্ডের সাথে জেতার পর চিৎকার করে তার গলা ফেটে গিয়েছিল। এ জন্য এবার সে চিৎকার না করে একটা প্রোগ্রাম লিখে তার উৎফুল্লতার কথা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে।
উদ্ধৃতি চিহ্ন বাদ দিয়ে সে এই লাইনটি লিখতে চায়, "Yaayy!! Bangladesh Won!!"।
কিন্ত সমস্যাটা এখানেই। মীরা এখনো জানে না যে কি করে এমন একটা প্রোগ্রাম লিখতে হয় যেটা একটা লাইন প্রিণ্ট করতে পারে। এখন সারা ইন্টারনেট ঘেঁটেঘুটে সে একটি সি প্রোগ্রাম খুঁজে পেয়েছে যেটি "Hello World!" লাইনটা প্রিন্ট করতে পারে। মীরার দৃঢ বিশ্বাস, এই প্রোগ্রামটাকে একটু আধটু বদলে ফেললেই সে নিজের কাজ চালিয়ে নিতে পারবে। কিন্ত এ জন্য মীরার তোমার সাহায্য লাগবে।
Meera is really happy today. Why? Cause her favorite Cricket team, Bangladesh Cricket Team, has won against Pakistan by 79 runs on 17th April, 2015. She is so happy that she wants to shout out to the world. But then she changed her mind. She decided that instead of shouting out to the world, she will write a program that will print a line expressing her happiness.
She wants to print the following line: "Yaayy!! Bangladesh Won!!". Without the quotation mark of course.
But there is a small problem. Meera doesn't know how to write a program that prints a line. So she searched over the net, and found a small code written in C language that prints, "Hello World!". She thought perhaps it will be possible to alter the code to suit her needs. But how? Can you please help her :)
এই হলো C তে লেখা সেই কোডটা যেটা মীরা নেটে পেয়েছে:
Here is the small code in C language she found on the net:
#include <stdio.h> int main () { printf ( "Hello World!\n" ); return 0; }
ইনপুটের বর্ণনা
প্রবলেমটির কোন ইনপুট নেই।
Input Specification
There is no input.
আউটপুট এর বর্ণনা
আউটপুটে লেখা হবে কেবল একটি লাইন, "Yaayy!! Bangladesh Won!!"
Output Specification
Only a single line which expresses her feelings: "Yaayy!! Bangladesh Won!!"
Sample
Input | Output |
---|---|
Yaayy!! Bangladesh Won!! |